প্রজাপতি প্রজাপতি--
            তুই কি জানিস
                 কে আমার সাথী !
            তুই কি জানিস
                  কে আমার রাতি !
কে আমার ভোরের আলো
           আর কে বা সন্ধ্যা বাতি ।
  
প্রজাপতি প্রজাপতি
          তুই কি জানিস
                কে আমার সাথী ।


আমিও জানি না
    ঠিক তোরই মতো-
তাই আজ মনপাখা
        ক্ষত-বিক্ষত ।
তুই বল --
কাকে নিয়ে করি মাতামাতি ,
বলে দে আজ আমায়
            কে আমার সাথী ।


ভাবি কখনো ভোরের পাখি
     কিংবা রাতের তারা
কিংবা মনে লুকিয়ে থাকা
     বোশেখ নদীর ধারা  ।


কিংবা ভাবি- যখন আমি
     থাকি একা একা,
একটা চিঠি পাঠিয়ে দেবে
   নামটি যাতে লেখা  ।


তখন হয়তো খুঁজেই নিতাম
     একলাপনের ভিড়ে
কিন্তুু হায় পাচ্ছি না যে
      বৃথাই ভাবি নীড়ে ।
বল্-
কার কাছে আজ ভালোবাসার
                 ভিক্ষে ঝুলি পাতি !
প্রজাপতি প্রজাপতি--
            তুই কি জানিস
                 কে আমার সাথী  ।
কে আমার রাতের তারা
              কে বা সন্ধ্যা বাতি...।