আজ       গোপন-টারে গোপন রাখিস্
                   আপন-টারে আপন ,
আজ        শেষ বিদায়ের ডাক আসিল
                   দে পরিয়ে –কাফন  ।
    বাঁধিয়া রাখিস কিছুই কড়ি-,
      নিজ হস্তে রাখিসও গড়ি
                দুইটি প্রদীপ আসন ,
       পারিস যদি এক্ষুনি করিস্
                 আমায় একটু শাষন  ।


আমি         দেখিতে চাই শুধু একবার
                   দুইটি নয়ন মেলিয়া ,
আজ          বিদায় বেলা কেমন সাজাইলি
              আমায় দোলোনে ফেলিয়া ।
        শুধু একবার- এই কপালে,
        তিলক আঁকিস্ -ওই সকালে
                     একটু অস্তে হেলিয়া ,
             পারিস যদি এক্ষুনি তুই
                       যারে আমায় ভুলিয়া  ।


আজ       গোপন-টারে গোপন রাখিস্
                   আপন-টারে আপন ,
আজ        শেষ বিদায়ের ডাক আসিল
                   দে পরিয়ে –কাফন  ।