আজ তবে থাক-!
অন্য কবে দেবো তোমায়- ‘ভালোবাসার ডাক’ ।
ফুলদানিতে ফুটুক না হয় সেদিন অনেক কুঁড়ি,
গাঁথবো মালা সেদিন আবার একশো’টি ফুল জুড়ি  ।
মেঘলা আকাশ তাড়িয়ে দেবো, উড়িয়ে দেবো ফুঁয়ে
যেদিন- আবার মিলন হবে দু’য়ে...।
সেদিন থেকো আমার পথে দুইটি নয়ন মেলে
যখন রবি ঘুরপাক খেয়ে অস্তে যাবে হেলে- ।
যখন বনের মৌমাছিরা- শান্ত হয়ে, বাসায়
গুণগুণ সুরে গাইবে গান যখন ওদের ভাষায় ,
সেদিন তুমি -এই শাড়িটি পরেই এসো আবার
আমার-  সময় হল যাবার  ।


নয়তো তবে থাক্-!
এই টিপ, এই শাড়ি ভালোবাসার এই হাঁক...।
আগাম দিলাম-,মিলন মনের শুভেচ্ছা আর প্রীতি
সাজিয়ে রেখো আপন হাতেই আপন মাথার সিঁথি  ।
সেদিন না হয় বলবো আমি গাছের কুঁড়ি-টারে-,
‘ফুটিয়ে রাখিস্ প্রিয়ার জন্য গুঁথবো আমি হারে’ ।
কানে কানে আমি বলবো বারংবার-
‘রূপেই আরো দ্বিগুণ হয়ে আনিস্ তোরা বাহার’ ।


আজ তবে থাক-!
অন্য কবে  তোমায় দেবো- ‘ভালোবাসার ডাক’  ।