আমি    তোমার দোষে দোষী হলাম , হলাম গৃহছাড়া ,
ওহে-    রটনা আজ রটেছো তুমি জুড়িয়া শত পাড়া ।
              ভয় নেই তবু আমার এতে
              সকল ব্যথা ভুলিয়ে পেতে-
       আবার হবো দলিত সেই- ঘাসের মতো খাড়া ,
আমি    তোমার দোষে দোষী হলাম , হলাম গৃহছাড়া।


আমার   জীবন দ্বারে হোক না তবু যতই ঝড় হাওয়া
ওহে-    এই জনমেই- হবেই হবে আমার ‘চাওয়া-পাওয়া’।
             জনম কালো হোক না আমার,
              ভুলেই যাবো-, সব ক্ষমতার
      বাইরে-ই যত লু’-য়ের ধূলি করুক আমায় ধাওয়া,
আমার   জীবন দ্বারে হোক না তবু যতই ঝড় হাওয়া...।



(সংক্ষিপ্ত)