জানি, তুমি করিবে না পরিহার
তাই, আমি পাঠিয়াছি ‘উপহার’ ।
   ক্ষুদ্র, অতি ক্ষুদ্র সে তো-
         নয়তো বৃহত-আকার ।
জানি, তোমার মনের অঙ্গনেতেই-
       উপহার, আনিবেই শত বাহার ।
তাই, পাঠিয়াছি আজি- ছোট্ট উপহার ।


তুমি খুলিয়া দেখিও তারে-,
     তাতে তোমার-ই ‘অঙ্গীকার’,
তুমি খুলিয়া দেখিও তারে
     শুধুই-, তোমারি অস্বীকার ।
দেখিয়া হয়তো ভাবিতে লাগিও-,
      করিও আরো, শতা’ধি ধিক্কার ।
তবু পাঠাইলাম-, তোমারে উপহার ।


তুমি   সচোকিত হইও না
কিংবা দেখিয়া, ফিরিয়া দিও না ।
  পাইয়া হাতে, দেখিয়া হয়তো-
              মরিয়া যাইবো আবার ।
তবু পাঠাইলাম, তোমারে- উপহার ।


-ওই মাঘি শিশিরি রাতে
মনে কি পড়ে, তোমারি সখী-
    তুমি যখনই থাকিতে সাথে
তক্ষনি-, ভাঙ্গিয়া দিতাম তোমার
         নানান অঙ্গীকার  ।


তুমি ভুলিয়া গিয়াছো আবার ।
তাই আজ পাঠাইয়া দিলাম
সেই ‘নিরাকার’ , -সেই ‘অধিকার’
   আমারি- ' ছোট্ট উপহার ' ।