সকালির হারমনি বাজে ওই দূরে-
কোকিল গাহিল গান কুহু কুহু সুরে ।
দূরে ওই পাহাড়েতে কান যদি পাতি
রেয়াজের সুরালেতে দাদু ও নাতি ।
স্বপন ভাঙ্গিয়া ' তপন ', তপনের সাথে
মুখ ধুয়ে খেয়ে-দেয়ে, ব্যাগ নিয়া হাতে
পড়িতে চলিল সোজা, ' টিউটোরিয়্যাল ' ।
ভাবিল- আজ নয়, কোনো ভুলভাল
সবকিছু ভালো করি আজ হওয়া চাই
ভূগোল ও ইতিহাস, আর বাকি নাই,
সব কিছু ঠিকঠাক দিদিমনি এলে-
অঙ্ক, ইংরেজি ,   সব পড়া ঢেলে
বিনিময়ে নিয়া নিবো বাহবা, শাবাশ্ ,
আজ থেকে দূরে ঠেলে সব পরিহাস- ।