অস্ত্র যখন ধারালো খুব, মানে-
    লোহাই তখন গুণের মান রাখে
বজায় আবার থাকে, কামার শানে ,
    বল তবে গুণটি- কাদের কাখে ?


তবু তারা একই ধাতেই গড়া-
    পরিচয়টি হয়তো ওদের লোহা,
যেমন, পেনের নিব’টি যদি ঘোড়া
    রিফিল তবে হবে ‘ঘোড়ার সোয়া’ !


‘কলম’, ‘বঁটি’ একই গাছের ফল-’
    বীজটি তবে অন্য হবে কেন ?
এরা দেশের- ‘শিষ্য’ শ্রেনীর দল
    ভালো করেই ওদের সবাই চেন ।


শিষ্য দিয়ে ভরা আমার বিশ্ব
    জ্ঞানে ভরা, তাদের সারা অঙ্গ
বুকটা ভরে, দেখলে এমন দৃশ্য
    মনটা যে চায় নিতে ওদের সঙ্গ ।


তারা সবার । আমারও ভালো ছেলে !
    যোদ্ধা আর দশের লাঠি বটে্ ,
‘ওরা শ্রমিক, মুচি কিংবা জেলে
    কিংবা যারা অত্যাচারের খটে’ ।


ছড়ায় ওরা সবার ভালো মন্দে
    সাথে সাথে থাকে, সবাই মিলে-
ভরায় ওরা সুবাস গীতি ছন্দে
    ' ওদের তুমি সাহস যদি দিলে ' ।


কভু যদি যায়গো ওরা চটে !
    রক্ষে নেই, ভুলটা তোমার হলে-
ইতিহাসটা যাবেই তবে ঘটে
    তোমাদের ওই প্রতি পলে পলে...।