*** (আজও এই পৃথিবীতে- অনেক বিবাহিত মহিলা, ওদের শশুর-শাশুড়ি কিংবা স্বামীর দ্বারা অত্যাচারিত হয়  । এবং এই অত্যাচার সহ্য না করতে পেরে অনেকেই- আত্মহত্যা করে ফেলে । কিন্তু-, আমি মনে করি এটি একটি খুবই মারাত্মক ভুল । কারন, জীবন কথার অর্থ সংগ্রাম অর্থাত লড়াই...। এই লড়াইটি অন্যায়ের বিরুদ্ধে এবং অত্যাচারের বিরুদ্ধে  । তাই আমার আসল কথা এই যে- পৃথিবীর কোণায় কোণায় যত অত্যাচারিত মা কিংবা দিদি কিংবা বোনদের, আমার একটাই অনুরোধ , যেন অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে  একত্রিত হয়ে লড়াই করে । যেন  কোনো রকম ভুল পথে  না যায় । তাই, এই কবিতাটি আজকে ওদের জন্য উতসর্গ করলাম...। )  


আজ "হাতে রাখো হাত"      
আজ চলো সাথ সাথ,
       আজ তোমরাও ওই পথে-,
তোমার, যে পথে প্রভাত-      
রোজ আনিত স’গাত
      এই সূর্যেরও সাথে সাথে ।


সেই-, যে পথে শুধু      
আছে, মধু আরো মধু
      পায় যারা, অমৃত সমান,
আজ সে পথে বধূ        
-ওহে বঙ্গের বধূ
       তুমিও হও- আগুয়ান !


আজ, আছি পাতে ভাতে-
আজ আছি সাথে সাথে,
      আমিও , তোমার কোলে!
আজ আছি কুপোকাতে
আমি দিনে ও রাতে
      আছি নানান কৌশলে- ।


তুমি সইবে বা কত-
আর কত  নি-হত !
         আর কত  ভুষা'কুটো !
ফেল সব করে গত
আজ চলো মোর মত,
     ফের অন্যায়ের রুখে ফুটো ।


যদি মনে আছে ক্ষত-      
তবে কেন মাথা নত?
       ফের কেন অপঘাত ?
ভাঙ্গো, সব আজ ব্রত    
আজ, এসো- আছো যত
       তোমরাও রাখো হাতে হাত !


আজ যদি তুমি রবে-    
ওদের তবেই তো হবে !,
     তোমার পদেই- পদাঘাত ,
তাই, তুমি বলো তবে    
কবে, আসবে এ- ভবে
       কবে করবে কপো’ঘাত ?