আয়, আজ    বাগান জুড়ে ফুলের মেলা
            দেখবি যদি আয় ,
হায় , আজ    তোদের ঘরে বসেই- বেলা
            যায়রে বৃথা যায় ।
তোরা    আয় না রে ভাই আয়
এই-     বেলা যে- বৃথা যায়  ।
আজ     তোদের ছাড়া আমার রে ভাই
          নেই কোনো উপায় ।
হায় !
তোরা   সময়’টাকে ভেবেই মেলা
        জুড়িয়ে দিলি গানা !
দেখ ,  মৌমাছিরা, ফুলেতে আজ-
         দিয়েছে রে হানা ।
তোরা   করিস না আর মানা
তোরা   নিবি নাকি চানা !
হায়    আকাশ কেন আজকে আবার
        কালো মেঘে ছায় !
হায় , আজ    তোদের ঘরে বসেই- বেলা
            যায়রে বৃথা যায় ।


আজ       সত্যি করেই বলছি রে ভাই
              শুনবো না আর না না ,
তোদের     দোহাই রে ভাই আজকে আমায়
               করিস্ না আর মানা  ।
আর       নেই রে কোনো জানা      
তোরা-    রাম গরুদের ছানা !
তোদের    কানটি মলে, গালটি টিপে
           কে আর শিখায় !
হায় , আজ    তোদের ঘরে বসেই- বেলা
            যায়রে বৃথা যায় ।