আজ  গুঁজে ফুল খোঁপা’রে-
     মালিনির রূপা’রে ---,
      দু'য়ে মিলে একসাথে
আজ   যাই চলো ওপারে ।
   -এই ,  ফাগুনের বাহারে  ।


যেথা  ছুটে চলে হাওয়া’রে-,
        নদীটার দু’-ধারে ,
        কনকনে- ঠাণ্ডায়
আজ  দি তবে ধাওয়ারে - ।            
   - এই ,  ফাগুনের বাহারে  ।


আমি   চুপিচুপি তাই’রে
      সেজেগুঁজে বাইরে
      বসে আছি চুপচাপ ,
আজ   কেউ কোথা নাই’রে ।  
    আজ ,  যাই চলো- ওপারে- ।          


তাই   হাতে হাত রাখো’রে,
        গুণ গুণ ডাকো’রে-,
       মুছে সব ঝুলোকালি
আজ   সাথে সাথে থাকো’রে  ।
      আজ , যাই চলো- ওপারে  ।