খুঁজিয়া ফিরি চারিপাশ, ফুলে আর ফলে,
রাগিনীর রাগে, আর সমুদ্রের জলে- ।
কখনো বা খুঁজি সেথা যেখানে যে ফুরায়
দিন, মাস, বৎসর, -এই ঘূর্ণ ধরায়  ।
তারি 'পরে জীবে প্রেমে , তৃণের শাখায়,
পক্ষী কূলে শাবকের পাখায় পাখায় ।
মধুবনে মৌচাকে, মৌমাছির ঘরে-
মাগিয়াছি-, করিয়াছি- নিজহস্তজোড়ে
প্রার্থনা, আরাধনা, ছুঁড়িয়াছি জবা,
ধ্যাণেতে চক্ষুবুজে, কক্ষনো বা-
গুরুকূলে গুরুদের চরণতে কভু-
দিয়াছি আমি হে-, বসিয়া সবু ।
তবু, খুঁজিয়া পাইনি কভু , " অ-মৃতরস ",
কোথা গেলে পাই, নাথ, -তোমারি পরশ ?