আজ,   ভাবছে আমায় পাড়ার লোকে
         নেই ছন্দ, এই শ্লোকে-  ।
আমি-ই নাকি, আবোল-তাবোল গেয়েছি বৃথা,
         আমার- ভূ-লোকে  ।
আমি, পাবো আরোও-, মাতৃক্রোড়েই-
              নানান অপবাদ ।
আমায়    বলছে আজ দেশের মানুষ
              " দেশের মিথ্যাবাদ "  ।

        আসল কথা আমি ওদের-
        ছিলাম, এক সমাজ বোধের
  শক্তিশালী, এবং এক- ভিন্ন মনের মিতা’ ।
        যেইখানেতে- সকল সুখের
        কারণ আমি । গভীর কূপের
ছিলাম আরো, আমি-ই দেশের আশা’বাহী নেতা ।
       আমি আরো- আলতো হাসি
       ওদের ছিলাম । জীবন দাসী-
  ছিলাম আরো দশের এবং দেশের মূল্য’পিতা   ।


আজ   ভাবছে আমায় দেশের মানুষ,
         মান হারিয়েছি-। নেইও হুঁশ ।
আমি-ই নাকি, বৃথাই বসে, পেট ফুলিয়ে
           খেয়েছি হাজার ঘুষ  ।
    আমি, আরোও হবো-! মাতৃক্রোড়েই-,
            মায়ের পদাঘাত  ।
আমায়    বলছে আজ দেশের মানুষ
           দেশের মিথ্যাবাদ ।


            কারণ, আমি করেছি ক্ষতি,
             দিয়েছি মিথ্যে- প্রতিশ্রুতি
সোনায় মোড়া হীরার মতো সকল মানুষ মাঝে- ।
             ঘাড় টিপেছি এমন জোরে
            বলতে পারো গেছেই মরে,
তবু আমার মনটা বলে "মিথ্যে বকিস্ বাজে "।
             হায়রে আমি সবই কিছু-
             উজাড় করেই খাচ্ছি লিচু
বসেই আছি , আজও আমি এই আসনের তাজে   ।


আজ   বলছে জানো দেশের সবে-
        শালার বেটা মরবে কবে !
মরেই কবে, শবের উপর, এত্ত এত্ত-
                ঘাসের পাদা হবে  ।
জানো আরো, দোয়া মাগে, "বেটার উপর
               পড়ুক বজ্রপাত "  ।
হায়     বলছে আজ আমায় মানুষ
           দেশের মিথ্যাবাদ ।


          ভালো করার আশায় ছিলাম
          তবে কেন এমন হলাম- ?
দোষটি তবে ছিল নাকি আমার "মনুস্বত্যের" !
           নাকি ছিল অর্থের লোপ !
          'বেটা বসেই মারুক কোপ
করুক আরো উন্নতিকর গৃহ পরিবর্তের'  ।
          তাইতো ভাবি এই ধারনার
          এমন ফলটি-  উপাসনার,
হবে না কেন?  তবে আমার স্থানটি বল মর্তের !


আজ     শুনছে শুনুক সব জনগণ
         হোক না আমার, এমনই মরণ !
তাতে আমার, দুঃখ নেই, বলতে পারি-
               করবো নাও বারণ   ।
আমার    এমন পাপেই এমনই পূর্ণ্য
                  হোক না হয় নির্ঘাত  ।
দেশের   সব জনতা বলছে বলুক-
       হ্যাঁ-,     " তুমি,   দেশের মিথ্যাবাদ " ।
              তুমি,   দেশের মিথ্যাবাদ !!