আজ  হাতের মুঠো, সবাই মিলে-
          করো হে আরো শক্ত,
আজ  জাত ভেদাভেদ ভুলেই সবে
            মিলাও মায়ের রক্ত !


আজ   কে আছো ওহে-, হও আগুয়ান
      মহত্ত্বের থেকে -হও মহীয়ান,
    তুমি, দেশটাকে, আজ করতে সবার
           থেকো না আর সুপ্ত  ।
তোমার,  সাতরাঙা ওই হাসির মনটি
             করছো আবার তিক্ত !
আজ  হাতের মুঠো, সবাই মিলে-
          কর হে আরো শক্ত  ।


আজ  তোমার মনের বিদ্রোহেরী-
         বীজটি নয়কো সুপ্ত ,
কিংবা-, আজ সাহসিকতার, ও হে-
          সাজটি, রেখোনা গুপ্ত ।
তুমি   ফুটিয়ে তুলো সবার কাছে
      অমৃত ফুল, অ-মৃত গাছে-
যেটি আমার-, ভ’বিশ্বে যেন-
         না থাকে আর লুপ্ত ।


জানো, তোমার আশায় কাননের ফুল-
             একদিন সব ফুটতো !
আজ,   বলছি যে তাই-, তুমি পারবে !
            এবং এটাই তোমার হক্'তো  !
তাই   গুনছি প্রহর অনেক আশায় ।
       ফিরছো কবে- আলোর দিশায় ?
     এই সকাল সন্ধ্যা, হেসে হেসেই
                    যাচ্ছে শুধু দিন'তো ।
তবে কি  তুমি-,  সবার কাছে
                  দিচ্ছ কথা ঠিকতো !


তবেই আমরা-, হবো রে ভাই-
              সত্য বানের ভক্ত-,
      রে ভাই-   সত্য বানের ভক্ত ।