বলছো কি ভাই, বলিছি ভুল !
পড়বো তবে মারা,
ভুল যদি আজ বলছি তবে
হবো গৃহছাড়া  ।
ফালতু কথা, বলি না ভাই
বলছি যাহা সত্য,
সমাজের, ও গুণী জনের-
এটাইতো এখন তথ্য  ।


‘রাজনীতির ওই সড়ক দিয়ে-
বিচার যদি করি
দেখবেন তবে, শহীদ যারা
ভুল পথে সব ভরি’  ।
দেশের জন্য, শহীদ বলে কি
ওদেরই মূর্তি গড়ি !
তাদেরকেই আজ ফেলেই পাছে
বিরুদ্ধেই চলুন, লড়ি ।
জানেন বন্ধু, -‘ওরাই ছিল
দেশেরই বড় শয়তান’,
অর্থেরই লোভ খুব যে তাই-
যুদ্ধে দিত যোগদান  ।
তারা যে সব আমার নয়
তোমার কেন তবে !
ওদের বাণী জ্বালিয়ে, আমার-
দীক্ষা নেবে কবে ?
দেশটাকে আজ মোদের তোরে
করেছে স্বাধীন যারা ,
তারাই হল ‘দেশের পাগল,
দেশের ছাগল চারা’ ।


এই প্রবোচন আমার যে নয় !
দেশের গুণী জনের,
বিচারকও, তারাই আবার !
সকল প্রভু মনের ।


আমি যদি বিচার করতাম
করতাম সব খণ্ড ,
দূর করে সব, তাড়িয়ে দিতাম
দেশের যত ভণ্ড  ।
আমার মতে, ‘শহীদ যারা-
তারা কেমন শয়তান’ !
আজকে তবে এই যে ‘স্বরাজ’
কাদেরই বা জয়’তান ?
তুমি যে আজ স্বাধীন বুলি
বলছ যেথায় দাঁড়িয়ে
সেইখানেতে কতই  ইংরেজ
চলতো মাড়িয়ে মাড়িয়ে ।
ওরা ছিল, তাই তো তুমি  ,
তোমার স্বাধীন ঘরে,
নয়তো তবে ওদেরই হাতে
কবেই যেতেন মরে ।
আমার মতে, -‘ওরাই’ আসল
ওরাই আমার মিতা,
ওরাই তোমার, ওরাই সবার,
ওরাই দেশের পিতা  ।
আচ্ছা,তো ভাই, আপনি যদি
বিচারক -ওদের হতেন,
বলুন তো আজ, ভুলটি তবে
কাদের আগে ধরতেন ?