আজ   ঠক-ঠকা-ঠক্, কাঁপিবে ‘ঠক’
      কাঁপিবে শয়তা’নেরা-
আজ   হুংঙ্কারেতে ভাঙ্গিবো সব,
      জাগিবে জগত সারা  ।
আজ   তোমার ধড়টি হইবে আলক্      
      কেবল আমার দ্বারা,
আজ  শত্রুরা সব ধ্বংস হইবে !
      পড়িবে সবাই মারা ।
আজ   আমার পরশ পাইবে যারা
        গাইবে তারা, ছাইবে সারা
        জগত জুড়ে, ওদের ধারা-
      পারবে না কো সইতে ।
আজ   সাধু বেশে সব, পাকা চোরদের
      দেবো না আর রইতে   ।

আজ   ঘর হইতে, করিবো বিদেয়,
      নইলে জগত হইতে-!
আজ   সাধু বেশে সব পাকা চোরদের
      দেবো না আর রইতে ।
আজ   গেল বা কোথায়, লুকায়নি তো
      বালির মতো খই’তে !
আজ   জ্যান্ত ওদের দাবিয়ে দেবো ,
      করবো সমান মই’তে  ।
আজ   লিস্টি হবে- ওদের নামে,
      কোনসে তারা, কোনসে কামে
      বিক্রি হইছে-, কোনসে দামে-!
      মাটির ভাঁড়ের দইতে ?
আজ   সাধু বেশে সব, পাকা চোরদের
      দেবো না আর রইতে !


আজ   ওদের আমি করব জবাই !
     ‘খমতার’ ওই জ্যয়ী’সে
আজ    কোন চুলোতে, লুকিয়ে তারা-
       বলতো বাপু, বইসে  ।
আজ,  যাদের যাদের, আপন ঘরের
      আপন মনের সইসে
আজ   তাদেরও ভাই ছাড়ছি না আর-,
      বলতো তারা, কই’সে ?
আজ  লুকিয়ে যেথায় হার শতদল
     করলে বা কেউ, করুক আগল,
     হাটিয়ে দেবো, বাজিয়ে মাদল
     পূণ্য’দেশের হইতে-  ।
আজ   সাধু বেশে সব, পাকা চোরদের
      দেবো না আর রইতে !


আজ   কৃষ্ণ’বাদল হাটিয়ে দেবো
      পারবেনা কেউ কইতে ,
আজ   বটো-বৃক্ষ, উলটে দেবার-
      ক্ষমতা, এই জয়ী’তে !
আজ   শত-কোটির ইনশানেতেই,
      বাস্তবের এই ভুঁইতে
আজ   পারবে নাকো একটিও পল
      নিজের কদম্ থুইতে  ।
আজ  পার পাবে না, ‘দেশের হেটে’,
     কিংবা ও সেই- সবার সেটে-
     লাগাম দেবো, ওদের গেটে
      পারবে কি কেউ কইতে ?
আজ   সাধু বেশে সব, পাকা চোরদের
      দেবো না আর রইতে !