জানি আমি, একদিন থাকবো না ভবে
নিশ্চিত, আমার, জগতে মৃত্যু যে হবে ।
তাই ভেবে কোনোদিন ডরি না যে আমি
কারণ মোর, আছে সখা, আছে গো-স্বামী ।
সহায় আমার, সেই সখা । তারি তলে বসি
বিশ্বে’রে জন্মিবার -নাই হবো দোষী  ।
সে আমারি ‘বিশ্বাস’- ।
            
                       জানি আমি তা,
জানে সবই এই ভালের এই বিধাতা  ।
দিন চেয়ে দীন বড়, নিত্য সেই দিনে-
কেমনে বাঁচিয়া আছি , আমি কত ঋণে  ।
তবু আমি কবে সে’যে মরিয়া তো গেছি !
পাইবার আশা নাই-, তবু বেঁচে আছি ।
‘জীবটার প্রাণমাঝে- , যতদিন নিশ্বাস
আছে মোর, আছি আমি, সে আমার বিশ্বাস’  ।