আজ     কাদের জন্য গর্ব করেই
            স্বর্গ বানাই বলো ?
আজ     কাদের জন্য বুক ফুলিয়ে
            দেশটি গড়ি বলো ?
আজ    কাদের জন্য জীবন টাকে
       বুনিয়ে দেবো, ফাটল ফাঁকে !
       কিসের লাগ্যি- নিজের জীবন
           বাজিয়ে তুলি বলো ?
আজ   ভাসুক জগত, ভাঙ্গুক জগত
           বয়েই আমার গেল !


আজ   কিসের জন্য নিজের জীবন,
           বাজি রাখি বলো ?
আজ   কিসের জন্য- ভবিষ্যতের
           স্ব-প্ন দেখি বলো ?
আজ   যারা দেশের শান্ত প্রিয়,
      তারাই আমার পূজোনীয়,
      ‘তাদের নিয়েই স্বপ্ন দেখার
           সাহস কে বা দিল’?
আজ   পাহাড় ভেঙ্গে সমভূমি !
           স্বপ্ন-ই রয়ে গেল  ।


আজ   এই মাটিতে জন্মে সবার
            পাওনা অনেক হলো,
আজ   মায়ের কোলে, ঘুমিয়ে সবাই
            দোলনা দুলিয়ে দোলো !
আজ    জ্বলছে জ্বলুক জগত সারা,
       পুড়ছে পুড়ুক,  সবাই মারা
       গেলে বা কার, কিংবা আমার-
              কি বা তাতে গেল !
আজ    ভাসছে ভাসুক, দেশের লোকে
             আমার বয়েই গেল  ।


আজ   অনেক আশা ছিল আমার
           সকাল থেকে কালো ,
আমি   তোদের নিয়ে গড়বো এমন
           জগত হবে ভালো  ।
কিন্তু,   বৃথাই আমার ভাবনা যত
       জমেই গেছে, দিবা-রত  ।
       বুকের মাঝে যেন আজ
          করছে জ্বলো-জ্বলো...।
আজ   হাঁপুনিতেই প্রান’টা আমার
           গেল রে ভাই গেল  ।


আজ   “বাঁচার মানে”, বুঝেই নে রে-,
           সময় এসে গেল ,
আজ   নইলে রে ভাই, জীবন মানেই
           বৃথা-ই রয়ে গেল  ।
আজ   ভাঙ্গা-গড়া, এই প্রভাতে-
      সবই কিছু তোদের হাতে,
      ‘জাগলে তোরা জাগবে সবাই’
            তবে রে এমন কেন হল  ?
আজ    মুক্ত কণ্ঠে, মুক্ত মন-
           মুক্তো করে তোলো  ।