যেই ছেলেটির-, চাঁদের পানে
দেখার সময় নেই,
"সেই ছেলেটি, জীবন গড়ে-,
চায়ের দোকানেই "।
যেই মেয়েটির-, মাথার বেণী
বাঁধার সময় নেই,
"সেই মেয়েটি, জীবন গড়ে -,
বাড়ির উঠোনেই ।


ওই ছেলেটি-, ল্যাপটপে’তে,
দোতালারি ছাদে,
সেই ছেলেটি- টেবিল সাফে,
বিশ্রাম, অনেক বাদে  ।
ওই ছেলেটি- বসে বসেই  
খায় গো আহ্লাদে,
সেই ছেলেটির খাবার জানেন-,
ভরা, বিষের স্বাদে ।


ওই মেয়েটির-, ‘বিউটি হলে’
চুলের সাথে খেল,
সেই মেয়েটি, ভালোও করে-
হাজারো বার ফেল !
ওই মেয়েটি লাগায় নিজের
হাতে ও পায়ে নেল,
সেই মেয়েটি তখন মাখে-,
গরম কড়ার তেল  ।


ওই ছেলেটির বিকেল বেলা
খেলতে খেলতে কাটে,
সেই ছেলেটি-, খেলার সময়,
' প্রিল্ ও জুনায় ' সাঁটে  ।
খেলতে গিয়ে ওই ছেলেটি
ব্যান্ডেজ পায়ে হাঁটে-,
সেই ছেলেটি-, ভয়ে ভয়ে,
যাতে না কাপ ফাটে  ।


ওই মেয়েটির নানান ড্রেস
নেইকো কোনো অভাব
সেই মেয়েটির-, সারাটাদিন-
একটি শাড়িতে ভাব ।
ওই মেয়েটির দুঃখ নেই
' খুশি যে তার সাব্ ',
সেই মেয়েটির জানেন বাপু-
‘কান্না’ যে তার স্বভাব  ।


ওই ছেলেটির বেলা যে যায়
কাপটি থুতে থুতে,
সেই ছেলেটির- যায় না বেলা,
কাপটি ধুতে ধুতে  ।
ওই ছেলেটি, খাবার খেয়ে
যায় যে আগে শুতে,
খিদের জ্বালায়, সেই ছেলেটির-
মৃত্যু, প্রতি মুহূর্তে ।


ওই মেয়েটি যখন ওঠে
তখন অনেক বাণী ,
সেই মেয়েটি, কখন যে ওঠে-
আমরা কি তা জানি !
ওই মেয়েটি, ফালতু কথায়
হয় যে হয়রানি,
সেই মেয়েটির-, ভাঙ্গে সাধের-
স্বপ্নের ফুলদানি  ।


স্ব--