আমরা সবাই পাপী, রে ভাই-
      আমরা সবাই- পাপী,
জেনে শুনে, পাপটি করে-
      পাপের দেশেই থাকি  ।
পাপের ভাগী আমরা যে তাই ,
      সকাল থেকে সন্ধ্যে-
খুশি খুশি- থাকি সবাই
      বিনা কোনো দ্বন্দ্বে ।
পাপটি করি নিজের মতো
      ঘরে এবং বাইরে
জানি সবই, তবু, কিন্তু-
      সবাই তাইরে-নাইরে !


রাস্তা ঘাটে চলতে গিয়ে
   হোঁচোট খাবার মত
"দুই নয়নে পাপ-ই গাঁথি"
   আমরা আছি যত  ।


আমরা সবাই পাপী, রে তাই-
        আমরা সবাই পাপী,
পাপটি করি বুক ফুলিয়ে,
      মুখটি নাহি ঢাকি !
সারাটাদিন পাপটি করি  
    সাজি মনের নবাব ,
এখন যে তাই- এটাই সবার
     গুণেতে ভরা স্বভাব !
ধীরে ধীরে হচ্ছি রে তাই-
    নিজেই নিজে ক্ষত,
তাইতো আরো , পাপ-ই করবো
  ' নিলাম আজকে ব্রত '।


মনের ঘরে কোনটি পাপ
       কোনটি আবার পুণ্য
হিসাব কষি, সময় শেষে-      
       ' থলিতে ভরি- শূণ্য '।