আমি    খুঁজে বেড়াই, সারাটাদিন
       এমন একটি লোক’কে-
যে,     বিশ্ব মাঝে থাকা কালীন
       বিশ্বাসী তার চোখ’কে  ।
যে      চলতে পথে-, মুক্তো ভাবে,
       জীবনের সব শোক’কে
যে       ‘জীবন গড়ায় সাহায্য করতে’
         আমার হবে ‘ওক্’কে'  ।
তার     চলার পথেই- চলবো আমি,
       যাতে ভালো, সব আগামি ,
       তাকেই আমি! রাখতে যে চাই
       আমার রিক্ত বক্’খে-  ।
আমি    খুঁজে বেড়াই সারাটাদিন-
       এমন একটি লোক’কে  ।


আমি    বারংবারই পথের মাঝে
       পাই যে- শুধু ঠগ্’কে,
আমি    খুঁজে খুঁজে পথটি হারাই,
       জীবনে পড়ি থক্’কে ।
আমার,  মাধ্যাকর্ষণ হারিয়ে গেছে-,
       মৃত, যে তাই কক্’খে
আজ    এই জীবনে- তাকেই পাওয়া,
       নয়তো আমার পক্’খে ।
হায়,    সেই লোকটি আছে কোথায়,
      কেউ বা যদি একটু জানায়
     তাকেই আমি ! রাখবো যে আজ
        প্রধান সারির সখ্’খে  ।
আমি    খুঁজে বেড়াই সারাটাদিন-
       এমন একটি লোক’কে  ।
যে,     বিশ্ব মাঝে থাকা কালীন
       বিশ্বাসী তার চোখ’কে  ।