আজ    কোন সে তারার দেশে
আমি    লুকাই রে ভাই এসে ।
আমি    ওদের জগত দেখবো আবার,
       আগের মতো হেসে !
আজ    শয়তান সব ঘেঁষে,
আছে,   আমার পাশেই বসে ।
আমি   রইবো কেমনে তবে রে ভাই,
      আবার কোন সে দোষে !
ওই   দক্ষিনাতে বইছে বাতাস
     হাসছে লোকে , দেয় পরিহাস ।
আজ  বাড়ছে যে তাই শুধুই হতাশ
     আমার মনেই -ও সে ।
তাই   দিলাম বিদায় শেষে
আর   রইবো নাকো ফেসে  ।


ও সেই-  যেই ফুলটি ফোটার আগে
       পড়ল হঠাৎ ঝরে
আমি    কেমনে থাকি কিসের আশায়
       নিজের মতো করে !
আজ   যারা দেশের নেতা কিংবা
      যারা দেশের ঘরে-,
তারা   চোখের সামনে প্রকাশ্যেতে
      নিজের থলি ভরে ।
তাই   ঠিক করেছি রইবো না আর
     ঠকবো না আর, মুই প্রতিবার ।
আজ   আবার তেমন হাত ধরবার
        সময় এল ওরে- ।
তাই   গেলেই চিরতরে-
আর   ফিরবেো নাকো ঘরে ।