কখন আসবে তারা ? নেবে বা কারা দীক্ষা
‘ভিক্ষার থলি নিয়েই, আজ শিক্ষার ভিক্ষা’- !


‘শিক্ষার প্রতীক্ষা’- আজ প্রতি পলে পলে
কেউ পায় , কেউ বা ফেলে নিজ পদতলে ,
উচ্চ নিম্ন জ্ঞানের ভারে আছে তা সকলেই
কেউ বোঝে , কেউ বা ভেসে বেড়ায় অকালেই  ।


জানে না তারা শিক্ষা এখন প্রতিটি শীর্ষস্থানে
জেনেই তবু পাশ কেটে যায় , গুনগুন সুধা গানে ,
দেশ জুড়েই কত লোকজনা শিক্ষা নিতেই আসে
হয়তো তাই , "শিক্ষা-ই আজ উল্লাসেই শুধু হাসে"  ।


‘শিক্ষার ভার আজ গলার হার’ , জানে সর্বলোকে
কত জ্ঞানীগুনী ঘুরে বেড়ায় আজও কত চারিদিকে-,
শিক্ষার প্রতীক্ষা ওদেরও কাছে, তবু চায় যেতে পেরিয়ে
ধ্যানে মগ্ন মুনি ঋষিগনও আজও আছেন হারিয়ে ।


বাড়ছে বয়স আলস্যেই , তবুও আছে প্রতিক্ষায়-
মন দেয় না পাঠের কাজে , গবেট তারা শিক্ষায় ,
ধ্যান ভাঙ্গাতে আসবে না আর আজকে কোনো উর্বষী
জ্ঞানের ভার থাকলে খালি জানবে সবাই তুমিই দোষী- ।


" শিক্ষাই তাই গুনছে প্রহর, দিবা কিংবা রাত্রি-"
তবুও আমরা শিক্ষার দ্বারে, শিক্ষারই পথযাত্রি ।



# নভেম্বর-২০১৫ ।