আজ  মনের কোণে মেঘ জমেছে
       বৃষ্টি আসে আসে,
ও ভাই, তোরা কোথায় গেলি-
      "আয় না আমার পাশে" ।
আজ  বস না আমার চারদিকেতে
     যেমন বসে চাম-চিকেতে,
       ঘরের উঠোনটাতে !
আজ  এই প্রভাতে ঘুমিয়ে কেন
       মনের আঙ্গিনাতে?
ও ভাই, তোরা কোথায় গেলি-
      আয় না দাদুর পাশে,
আজ  মনের কোণে মেঘ জমেছে
        বৃষ্টি আসে আসে ।।


আজ  যায়রে বেলা, আয়রে তোরা
           গায়রে মনের কোণ
আজ  ও ভাই তোরা চোখটি খুলে
           ডাকটি আমার শোন !
তোদের   এমন ঘুম ভাঙ্গবে যখন
           দেখবি তখন গপ্প স্বপন,
              দাদুর আঁখিপাতে-
ফুরিয়ে গেছে, সব গুলোটাই
           বৃষ্টি ঝরা প্রাতে  ।
আজ  যা না ভিজে আমার সাথে
         মনের আঙ্গিনাতে- !
ও ভাই, তোরা কোথায় গেলি-
         আয় না আমার পাশে
আজ  মনের কোণে মেঘ জমেছে
          বৃষ্টি আসে আসে   ।।