তোরা   ঘুমাস্ না রে -এই সমাজে,
          মাথায় বালিশ মুড়িয়ে
দেখ    ডাকছে ভানু, সকল কাজে
          হাঁকছে মান’টি উড়িয়ে ।
তোরা   পার পাবি না আজকে বালা
          সময় গেলে ফুরিয়ে,
তখন   দেখবি গলায় হীরার মালা-,
          নিয়েছে সবাই কুড়িয়ে ।
তখন   কাঁদলে কি আর হবেই বল
      জাগতে হবে-! হার শতদল
          ওদের মাথা গুঁড়িয়ে ।
আজ    ওদের ‘সবে’, আল্লা ভেবে-
          কাফন দে রে ঘুড়িয়ে  ।।


তোরা   বোকা থেকেই পড়লি বেঁকে
          ছাড়লি নিজের ভূমি,          
আজ   বুঝি বুঝি তোদের থেকে
          বুঝি-, তোদের কমি  ।
তোদের  সাহসিকতায় ঘুণ ধরেছে
          জমেছে অনেক নমি,
তাই   পাগলেরাই ছাগল বানায়
          ভেবেই নিজের জমি  ।
আজ   ফিরেই আয় নিজের থেকে,
      উজ্জল এই পথের দিকে-,
            সামনে আছি আমি  ।
আজ    ওদের থেকেই হ রে আরো,
             আরোই দ্রুতগামী  ।।


তোরা   লড়তে শিখে গাড়তে পারিস,
           মারতে পারিস্ দাঁড়িয়ে
তোরা    তাদের কাছে কেন হারিস্ !
           আজকে যা রে মাড়িয়ে ।
তোরা    ভয়টা করেই থাকিস্ মৃত ,
           কোথায় যাস্ হারিয়ে !
আজ    ডাকছে তোদের ‘উজ্জ্বলিত’,
           সোনার দুহাত বাড়িয়ে ।
তুই    এগিয়ে চল রে ওদের দলে-,
      দুঃখ ফেলে, নিজের বলে
           দে রে ওদের তাড়িয়ে,
আজ   সাহসিকতায় ‘ফিউল’ ঢেলে
           যা রে সব ফাড়িয়ে  ।।


স্ব--