শুনলে পরে বকবে আমায়,
       ভাববে অনেক লোকে
‘পাগলটা আজ বলছে বা কি’-,
       কি কারণেই টোকে ।
এমনি করে, কেউ কি টোকে !
       থাকে কোনো কারণ
তা সবারে বলতে আমার
       নেইতো আজ বারণ ।
বলছি তবে-, শুনবে তুমি
       কিংবা ওগো- তোমরা
‘প্রমিশ’ করো শুনলে পরে
      থাকবে না আর গোম-ড়া ।


এই মানে কি- ‘বসেই থেকে
      দেওয়া নানান ফাঁকি-
একদমেতে ভাল্ লাগে না,
      সাজলে ‘কালো কাকি’ ।
আরে বাপু বসেই খেলে-
      কোকিল কিছু বলবে !
মোটেই না একদিন ঠিক
      চোখটি তুমি মলবে ।


“আরাম হল বড় হারাম”
      বাড়ায় হাজার ব্যারাম,
শহুরে ছিল এই-টি খুব
      কিন্তু, দেখি গেরাম-
ছেয়েই গেছে ওই আরামে,
      বসেই মারে ঘুম,
সত্যি যেন টাকার গাদায়
     সাজায় মনের রুম  ।
আরে বাবু এমনি করেই-
     খায় বা যদি কেউ
সমুনদেরও  জল ফুরবে,
     পাবেই না আর ঢেউ ।
ফুরবে আরো মরুর-রাশি
      গোটা জগত জুড়ে
তাও আবার টাকার গাদা !
      থাক না শত চূড়ে  ।


কারণ টা যে নয়কো শুধু
       একমাত্রই তোমার
এরই মধ্যে- সমান সমান
       ভুলটা আছে ‘আমার’ ।
ভুলটাকে তাই ফুল করাতে
      হল অনেক দ্বন্দ্ব ,
যাই না তবে ভুলটা ফেলে
      বাঁধি নতুন ছন্দ  ।  
তাইতো আমি আরাম ছেড়ে
      হাত লাগালাম তাতে
যাতে, আমার ভবিষ্যতটি
      থাকে দুধে ভাতে ।