রাতের তারার ঝিকিমিকি
        আর ঝরর্ণার যত ঝিরঝির ,
আমারে আজ করেছে পাগল,
              শান্তিতে তাই থিরথির-
আমি চলেছি পথে-, ওপার হতে
             ডাক আসে, তাই শিগগির-
হায়-, কে আছো কোথায়
  আজ  আমি নিরুপায়,
এই  ঘাস ফুল সব দেয় যে আজো
          হাজারও বিরহ শির-শির
আমি চলেছি পথে-, ওপার হতে
             ডাক আসে, তাই শিগগির ।।


এই- প্রেম প্রকৃতি বড়ই নিঠুর
                  জানো হে সব মহাবীর
আজ চলতে গিয়ে হারিয়ে ফেলি,
                    পায়েতে বাঁধি ঝিঞ্জির  ।
তাই চলো রে সব ছুটেই চলি-,
                  তবুও চলি ধীর ধীর
হায়,  আমারে দোলায়
    আজ  আমি নিরুপায়,
তবু  হবো না কেউ-  হলেও পাগল
                  জীবন দ্বারেতে গম্ভীর
আমি চলেছি পথে-, ওপার হতে
             ডাক আসে, তাই শিগগির  ।।