তোরা , ঘুমাস্ না রে, আর যে 'খোকা'
             দেখ্ রে মেঘের কোণে
আজ, ডুবলো রবি, ডাকছে তোদের ।
              যাস্ নে আহবানে ?


তোদের ভয় টা কিসে! এই যে দিসে
               রাস্তা পুরো সোজা
তোদের নিজেই নিজের গড়তে জীবন-
              উঠেই এবার যা যা ।
তোরা তোদের মতো বাঁচিস না আর
             উঠেই পড় এবার
আজ যা নিয়েছিস্ ফিরিয়ে দেবার
             সময় হলো সবার  ।


তোরা ঘুমলে পরে, ফলটি তেমন ।
                 হয়তো নেই জানা,
তোদের দোহাই রে ভাই আজকে রে আর
              করিস না আর না না  ।


আজ তুই ঘুমালে দেখবি কেমন ?
                নানান রকম দৃশ্য !
আজ তুই ঘুমালে, দেখবি রে ভাই
                  কেমন ঘুমায় বিশ্ব ।
তাই, বলছি রে ভাই ঘুমাস্ যদি
               গাইবো না আর হাল
তখন বললে পরে শুনবো না আর
               "কত ধানে কত চাল" ।


আ--