সর্বদাই- যদি তুমি আশা করে রাখো
               পাশে কেউ নিয়মিত  এসে দাঁড়াবে,
তবে তুমি ভুল পথে, আজ জেনে রাখো,
                নিয়মিত নেই কেউ-  হাত বাড়াবে ।
যে তোমার আপন হবে গোপন মনের ঘরে
সে ও তো একেলা থাকে সারাটি জীবন ধরে !
            তাইতো তুমি- তোমার পথে  তাদের এড়াবে  ।
                        নিয়মিত- নেই কেউ  হাত বাড়াবে ।


ভাবছো তুমি, বিপদ এলে আসবে কেউ পাশে
                 হাতটি ধরেই কিংবা তোমায় শান্তনাটি দেবে
কিংবা তোমার বিপদ এলে- প্রস্তুতি, সব নাশে !
                ভুল ধারনা জেনেই রাখো, কিংবা রেখো ভেবে ।
"কারণ তোমার সঙ্গ ছাড়া- অঙ্গ সাজা নয়",
তাইতো আজ এটাই শুধু- করে আমার ভয়
              কি জানি সব কেমন তুমি মাথায় এটা নেবে  ।
             ভুল ধারনা জেনেই রাখো, কিংবা রেখো ভেবে ।


তোমারে আজ একটি কথা বলতে আমি বাধ্য
                নিজেই নিজে এখন সবে, নিজের পায়ে দাঁড়াও,
এখন বোঝো, যদি তোমার বোঝার থাকে সাধ্য
               হৃদয়টাকে এক্ষুনি যে বোশেখ ঝড়ে নাড়াও ।
নইলে তুমি পার পাবে না থাকবে যখন একা
পড়বে মনে- তখন তোমার এই অভাগার লেখা ,
              তাইতো বলি- একা একাই পাদুখান বাঁড়াও !
              হৃদয়টাকে এক্ষুনি যে বোশেখ ঝড়ে নাড়াও ।