বাংলা যে আজ তোমার  ভাষা
                বাংলা আজ আমার
বাংলা যে আজ ওষ্ঠ বুলি,
           তাঁতির, জেলের, কামার ।
বাংলা যে আজ স্বাধীন দেশের
               মুর্খের ও যে বুলি
আমরা বলি, তোমরা বোঝো
               ভরো আবার ঝুলি ।
তবে, এই যে শুনুন পাড়ার দাদা
       আমরা কি সব সাদার সাদা !
     আর, উর্ধু কেন হবে রে গাধা
                      বাঙালিদের বুলি ?


আজ,  বাংলা আমার, তোমারও ভাষা
         বাংলা যে আজ ভালোবাসা
                     এবং রঙ্গিন তুলি
     যাতে আমরা সবাই মিলে
      সবার কাছে সবার দিলে
                       আঁকি দুলি দুলি ।
     তাইতো সবাই মাতৃভাষায়
      লিখি পদ্য, লিখি নেশায়
           বাংলা আসর জুড়ে ,
প্রার্থনা করো, রাখো আশাটির
পাক্ না আরো এই ভাষাটির
            স্থানটি সবার চূড়ে ।