এই      দু-চোখেতে কতই হতাশ,
                    লিখছি যে আজ খাতায়
আজ    সকাল থেকে মেঘলা আকাশ
                    আমার চোখের পাতায় ।
আজ   সারাটাদিন কেমন কেমন
                    করছে যখন তখন
আজ    সারাটাদিন হয়তো এমন,
                    রাখতে পারে এ মন ।
তবু      কেন যে আজ বৃষ্টিতে নয়
                       ভিজি চোখের জলে ?
আজ      ঝরুক তবে, মনের বিনয়
                       আবার নানান ছলে ।


বুঝি-,    মনটা যে আজ সকাল থেকে
                কেন বা আছে হতাশ!
তাই       মেঘলা আকাশ, ঝড়ো বাতাশ
                     আমার চোখের পাতায়,
এই      দু-চোখেতে কতই হতাশ
                    লিখছি যে আজ খাতায়
আজ    ভিজলো সবই, নিজের প্রকাশ
                   গাঁথতে গিয়ে কথায় ।