কিরণমেলায়, এই যে ভোরে
ভুল গুলোকে ফুলটি করে
আমি আছি, তোমার পাশে
সারাটি জীবন ধরে,
ভাবতে পারি-, তুমিও তেমন
থাকবে আমার তরে ।


যদি, তোমার ভয়টি করে
আমার মনের এই দুয়ারে !
তবে তুমি জড়িয়ে ধরো
হঠাত আরো জোরে,
বলবো না গো তোমায় কিছু,
আমার মনের ঘরে ।


আরো যদি তুমি তীরে-
দাঁড়িয়ে থেকে ডাকো ধীরে
তবে তোমায় বলবো তখন,
তোমায়, নিজের করে
"আমি ওগো তোমার আছি"
যেমন ছিলাম ওরে ।

আসে যদি, মালি ভোরে
এই বাগানে তোমার তরে,
শাসিয়ে দেব ভীষন ভাবে
কানটি তাহার ধরে,
দেখি কেমন মালিরা সব
আলগ্ করতে পারে !


বল যদি, মৌ-মাছিরে
বলবো ডেকে ধীরে ধীরে,
আরো ধীরে- মধু খাস্
সবাই ঘুরে ফিরে,
কারণ আমার পরী আছে,
এই ফুলেরই ভীড়ে  ।


স্ব--