এই আমাদের দেশের তরে
দিয়েছে যারা প্রাণ
তারা, আজ- অনেক স্থানে
পেয়েছে অনেক স্থান ।
তারা আজ রাজার দলে,
মুক্তির মালা পরায় গলে,
তারা আজ স্বাধীন দেশের
এক, পরাধীনতার গান,
এই আমাদের দেশের তরে
দিয়েছে যারা প্রাণ ।


এই আমাদের দেশের তরে
ঝরালো যারা রক্ত
তারা যে আজ দ্বারে দ্বারে
হার মানুষের ভক্ত ।
তারা যে আজ যুব-যুবার
কোলে কোলেই জন্ম দু-বার !
আরো সবার মুষ্ঠি হাতের
পুষ্টি গোলার তক্ত,
এই আমাদের দেশের তরে
ঝরালো যারা রক্ত ।


এই আমাদের দেশেই যাদের
শহীদ সম মরন
তাদেরকে আজ পুজবো সবাই
ধরেই তাদের চরণ ।
তারা যে আজ ভাঙায় ভুল-,
ভোর আকাশে ফোটায় ফুল,
তাদেরকে আজ যুগের সাথে
করবো সবাই বরণ,
এই আমাদের দেশেই যাদের-
শহীদ সম মরন ।


স্ব--