নয়তো, আর বসে থাকিবার,
সময় এসেছে-, কিছু করিবার ।


চলো তবে চলো- শুয়ে থেকো না আর
মঞ্জিল এই, সামনে বদ্ধ দ্বার,
বার বার নয় শুধু একবার
ডিঙিয়ে চলো, হও পারাপার l


তবে তো পাবে গলে মুক্তার হার ,
তবেই তো পাবে সাম্রাজ্যের ভার !


নিজেই নিজের ভাগ্য গড়িবার
আপন কর্ম আপন করিবার
সময় এসেছে মান রাখিবার,
নয়তো আর বসে থাকিবার !


হাতে রেখে আজ হাত ধরিবার
দলে দলে আজ এই পরিবার ।


নিজের ঝুলি- নিজেই ভরিবার
সময় এসেছে কিছু করিবার,
আসে না আবার, কাছে শতবার
পাবে তুমি তাকে শুধু একবার l


তাই বলি, শুয়ে থেকো না আর
জয় জয় হোক জগতে সবার ।


চালটা সে হোক ! কঠিন দাবার
পাবে তুমি পাবে আশিষ মা’বার,
দেখাতেই হলে-  নিজের পাওয়ার
দেখিয়ে দাও- সবাইকে এবার !


স্ব--