আজকে আমি বলবো
   তোমায়, আমার মনের কথা ।
তাই তো তোমায়
আসতে হবে ! বলবো আমি যথা ।
যেখানেতে তোমার আমার বাল্য বেলা
যেখানেতে তোমার আমার সান্ধ্য খেলা,
যেখানেতেই- তোমার আমার সখ্য খেলা
শেষ হয়েছে , সেইখানেতেই-
    আসলে তুমি- সঙ্গ তথা ।
আজকে আমি বলবো. বলব-
       আমার মনের কথা  ।।


আজকে না হয়
     ভাঙ্গলে ভাঙ্গুক, হাজার প্রথা !
তবু আমি বলব
     তোমায়, আমার মনের কথা ।
ওইখানেতে তুমি এসো, তোমার রূপে
ওইখানেতে তুমি এসো চুপে চুপে ,
যেইখানেতেই- তোমার আমার আলোকরূপে
দেশ হয়েছে , সেইখানেতেই-
      আসলে তুমি- সঙ্গ তথা ।
আজকে আমি বলবো. বলব-
       আমার মনের কথা  ।।