ভূ-তলেতে ফুলেরা সবে শাখা হতে শাখায়
যেমন করে শুদ্ধ সুবাস আমাদেরকে মাখায়,
যেমন করে মৌ-মাছিরা মধুর লাগি নেশায়
সারাটাদিন মত্ত থাকে ফুল-ফুলিদের দেশায়,
তেমন করে আমি মা গো যেন থাকি মিশে
থাকি যেন আরো মা গো- দশে নয় বিশে ।


আমি তোমারে বলছি মাগো , তুমি অন্যন্যা
তুমি মহীয়সী, তুমি ব্যথাতুর এক সু-কন্যা ।
যেখানে তোমার, ছায়া থাকে ওই হাঁড়ির দেশে
বালি মাখা ভাতে , কিংবা তরকারির শেষে ।
কিংবা থাকো-, থাক্ ! ও সব কথা রাখি
বলে জানি হবে না শেষ, তাই থাক্  বাকি ।
তবু বলছি আমি মা গো, তুমি থেকো সুখে
কিন্তু আমায় রেখো সাথে, "তোমার অ-সুখে" ।