আমরা লড়ব, আমরা গড়বো,
    আমরা পড়ব কোরাণ-গীতা,
আমরা করব, আমরা ছড়বো,
    আমরা ভাঙবো সকল ভিতা ।
আমরা পরব, আমরা মরব,
   যখন আসবে হারা-জিতা ।
আমরা তখন-, জিতের নেশায়
   হাটিয়ে দেবো সকল তিতা ।
কারণ, আমরা- দেশের সেরা
“আমরা সে দশ”, জানুক এরা !
দেশের তরেই যখন ঘেরা-,
     ফেলেই তখন- সকল বিলাসিতা
     আমরা হবো ! আমরা হবো !
                     পিতার সেরা পিতা  ।।


আমরা আগাই, নইতো পিছাই !
    পাই যে তালে- সকল ফিরে ,
আমরা যা চাই, আমরা তা পাই ?
   তবুও, গাঁথাই সকলটিরে ।
আমরা নাচাই, আমরা লাটাই,
  আমরা থাকি সকল ঘিরে ।
আমরা জ্বালাই, আমরা মালা'ই
  আমরা বিশেষ মুক্ত’টিরে- ।
কারণ, আমরা দেশের মানব,
আমরা সে দশ, জানুক  প্রানব  !
আমরা যে তাই- হাটিয়ে দানব
    ফিরবো আবার, নিজের দেশের তীরে,
    আমরা পাবো ! আবার পাবো !
                        সকল আসল ফিরে  ।।