আজ-,
দূর হতে দূর দূরান্তরে-
যাই না কেন তিপান্তরে,
বুক ফুলিয়ে বলবো আমি
“বাংলা আমার মা” ।।
আমার
বিশ্ব মাঝে নানান কাজে
সমানে ওই সবার তাজে,
ছড়িয়ে আছে তাহার ওগো
রূপের মহিমা ।।


ও সেই-
এমন রূপের- মধ্যখানি,
‘সকল ধরার সকল বাণী’!
‘সকল সেরা’ আমাদের ওই-
জ্ঞানের গরিমা ।।
তাহার
নদী-নদের জলের ধারা
করল আমায় পাগল-পারা,
নৃত্য দেখি- নিত্য যে তাই
নানান ভঙ্গিমা ।।


তাহার
সবুজ সবুজ চারিপাশ-,
তলায় এমন নরম ঘাস,
দোলায় এমন সকাল সাঁঝে
মন ভুলিয়ে দেয় ।।
তাহার
পাখ-পাখালি, গাছ-গাছালির,
মন মাতানো ফুল-রঙালির-
রঙের ছটায়, ওঠায় ঢেউ-,
কনকনিয়ে দেয় ।।


তাহার
কোয়েল পাখির কুহুক সুর,
কাশের বনের মেঘ-রোদ্দুর
আঁকায় এমন চিত্রপটে-,
বিম্ব মেলে না ।।
তাই
পন করেছি মনের কোণে
থাকবো চির তোমার সনে,
ও মা তোমায় কোনোদিনই
ছেড়েই যাবো না ।।