*** কবিতাটি আসরের প্রিয়কবি ও উদ্যমী কবি শিমুল শুভ্রেয়র পুত্র অর্ঘ্য কুমারকে উতসর্গ করলাম এবং আহ্বান জানালাম যাতে বড় হয়ে বিদ্রোহিদের হাতের খড়গ দেখে বিদ্রোহিদের পথে পথে পা মেলায় এবং আমিও অার্শিবাদ দিলাম যেন বড় হয়ে তাই হয়...। সাথে সাথে জগতের এমনি সকল শিশু অর্ঘ্যদের- মনের অর্ঘ্য দিয়ে আহ্বান  জানালাম ।  ধন্যবাদ ।


দেশটাকে আজ- লুটেই খেল যারা ,
দেশটাকে আজ শেষ করলো যারা ।
           তাকেই ভায়া করতে সর্বহারা
           আজ আমি নিলাম হাতে খড়গ,
           আসবে সাথে- নবকালের অর্ঘ্য ?
তবেই আমি বসবো পথের মাঝে,
হই না কেন সকল ব্যস্ত কাজে !
          আজকে যারা ‘পারদ নলের পারা’
          তাদেরকে আজ দেখিয়ে দিতে স্বর্গ
          আসবে তুমি- নবকালের অর্ঘ্য ?


হয়তো তুমি এখন আছো ছোটো
আশিষ দিলাম ফুলের মতো ফোটো ,
           ছড়িয়ে যাও জগত গোটা সারা
          প্রস্তর হোক-! বিশাল মাইল বর্গ
          তবু উঠো- নব কালের অর্ঘ্য ।
‘অর্ঘ্য’, তোমায় দেবো ‘মনের অর্ঘ্য’
যখন তুমি হবে- সবার ‘অর্ঘ’ ।
          যখন তুমি কারোর রতন দ্বারা
          দেখতে পাবে আমার হাতে খড়গ,
          তখন উঠো !  নব কালের অর্ঘ্য  ।।



রচনাকাল - ১৮ / ০৩ / ২০১৬
হরিয়ানা , গুড়গাঁও   ।