দূরের ওই পাহাড়ের দেশে
   দূরের ওই নদীর দেশে,
দূরের ওই জানার দেশে
  দূরের ওই- অজানার দেশে,
     যাই চলো ফের ভেসে ভেসে
     যাই চলো ফের ভেসে ভেসে  ।।
  দূরের ওই সাগর শেষে
     দূরের- ওই বনের শেষে,
  দূরের ওই কোণার শেষে
       দূরের ওই- সীমানার শেষে,
   যাই চলো ফের ভেসে ভেসে
     যাই চলো ফের ভেসে ভেসে  ।।


আজ থেকে কেউ সেথায় এসে
বেসেছে ভালো- সবটা শেষে ,
  নামটি যে তার জানা অজানায়
   এখনো ও তো আছে ফেসে ,
তার পরেতে-, চলো, তার পরেতে
ভেসে ভেসে ভেসে ভেসে ভেসে ভেসে
         চলো না ফের ভেসে ভেসে
      যাই চলো ফের ভেসে ভেসে   ।।


একই সে নাম মনের মাঝে
একই সে ধাম প্রাণে বাজে ,
  সকাল হতে সন্ধ্যে তারা
যতক্ষন না সেথায় আসে,
  তার পরেতে-, চলো, তার পরেতে
ভেসে ভেসে ভেসে ভেসে ভেসে ভেসে
         চলো না ফের ভেসে ভেসে,
      যাই চলো ফের ভেসে ভেসে  ।।