সমাজের মাঝ খানে-
শ্যূট, বুট, টাই পরে সেজেছি তাই
বোঝায় না এর মানে;
মানুষ হিসাবে আমি- ভালো মানুষ নই ।


আছে আমারও মান !
আমারও তো মানুষের দলে থাকা!
আছে আমারও প্রাণ,
পিঞ্জরিতে রাখি না, দি নাও ঢাকা !


তবু আমি নিরুপায়ে-
থাকি সেজে, যেন এক নাটকীয় মঞ্চে,
যেন থাকা দুই পায়ে
বেড়ি বেঁধে, সারাদিন ‘সকলের লঞ্চে’ ।


অনেকেরই মনে হয়-
বাবু ও-, কোনো কথা যাবে না বলা,
পাশে পাশে তাই নয়
দূরতা রেখে-, আজ হোক তবে চলা ।


আমি বলি, কেন ভাই?
আমিও তো থাকি ফুলে আর ফলে
তুমিও জেনো তাই-,
পাছে ফেলে যেওনা আজ তবে চলে ।


বলো কথা পাশে থেকে,
মনটাকে ফুরফুরে- করে নিয়ে আসো,
রেখো তুমি হাতটাকে
ভালোবেসে হাতটার সোহাগেতে ভাসো ।


ভাবো কেন তুমি ছোটো !
কুলি, মুচি, ভোজনেই সেজে আছো বলে !
নয় নয় আজ ফের ওঠো
পোশাকেতে নয়, ওঠো আজ হৃদয়ের কোলে ।


ভয় করো নাকি তুমি !
যদি কিছু পাছে কেউ বলে ওঠে সুরে--,
আমি বলি আছে কোনো কমি ?
তোমাতেই আজ! তবে কেন থাকো- দূরে ?

(তবে)শ্যূট, টাই জামারও
দোষ আছে, এটা যদি সমাজেতে ভাববে-,
দোষ তবে আমারও-
সাজা তবু চাই, তবে বেটারই সাজবে !


স্ব--