যে পথ আজো রইলো বাঁকা
   সেই পথটায় মুশকিল- খুব থাকা,
সেই পথে- কেউ আসতে গেলেই
      পড়বেই সে তো ঢাকা !
যে পথ আজো রইলো সবার বাঁকা ।
জীবন ঘরে কখন কেমন
অন্ত হবে জানা যেমন-,
তেমন কোনো সন্দেও আর নেই রাখা,
       যে পথ আজো রইলো বাঁকা ।


ভবিষ্যতে পাবো কি ফল ?
     দুলাই যত শাখা !
এখন যেমন তখনও তেমন-,
  সবই থাকবে ফাঁকা ।
ওদের কাছে সেই আশাটি
  রাখিস্ নারে কাকা ,
যে পথ আজো রইলো
      তোদের কাছে বাঁকা ।
যমের ঘরে যাবার আগে
যে সব জিনিস সবার লাগে
তা না হয়- এখন গুছিয়ে থাকা !
      যে পথ আজো- রইলো সবার বাঁকা ।


বলছে বা কেউ- সেই পথটির
   থাক্ না বেঁকেই চাকা,
যখন তখন বেশ ঝামেলা
   বাপ্-রেঃ, চালাও পাখা !
   থাক্ না সে পথ বাঁকা ।  
‘কেউকি এখন ঘাম ঝরালে-
   দেবে কি আর টাকা’ ?
তাই বলছি জিতবে কেমন ‘ইলেকশনে’,
    সেই হিসাবেই থাকা ।
হোক না আমার বয়েই গেল !
   -যে পথ আজো বাঁকা !


              বুঝলে কাকা !
    যে পথ আজো.........


স্ব--