তোরা    মিছেই ভেবে সব কিছুই
          বাজাস্ বেসুর নানান তাল,
তোদের  জানা আছে অনেক কিছুই-
         তবুও তোরা বিছাস্ জাল !
আজ   যতই নে না ওদের পিছুই  
    আর হবে না  কোনো কিছুই -।
  তোদের    শেষের দাবি জানতে হলে
           সামলে রাখিস্ নিজের গাল ।
তোদের  জানা আছে অনেক কিছুই-
         তবুও তোরা বিছাস্ জাল !


আজ     জাল বিছালে হবে কি আর
         পড়বে নাকি হুতুম প্যাঁচা !
আজ     ফুলাই তোদের শুধুই সার
          কাটাস্ যত জলদি লেচা ।
তোরা   মরবি রে ভাই মরবি সবাই
   যখন  তোদের করবে জবাই- ।
  তোরা  পার পাবি না আজকে রে আর
            দেবে যখন একটা হেঁচা !
আজ     ফুলাই তোদের শুধুই সার
          কাটাস্ যত জলদি লেচা ।


তোরা    দিনেই ঘুমাস্, নাক ডাকিয়ে
             রাতেই তাদের দ্বারে দ্বারে ,
আজ    পেটের দায়ে ভোটের মিছিল !
               করিস্ যত বারে বারে-
তোরা   ভোট পাবি না মূল পাত্রে,
      পড়বি তখন- নিজের গাত্রে ।
তোরা   মরবি তখন দিন দাহাড়ে
            না খেতে পেয়ে অনাহারে ।
আজ    পেটের দায়ে ভোটের মিছিল
               করিস্ যত বারে বারে- ।


তোরা    করলে ভালো জনগণের
             ভোটটা পেতিস্ বীরের মতো,
তোরা    ভোটটা পেতিস্ সবার থেকে
             তাচ্ছিল্লে আছিস্ যত ।
তোদের  খিদাই তখন থাকতো না আর
            করতিস্ও না অন্ন উধার ।
তোরা  সব ছকেতেই ভোটটা পেতিস্ !
        বলছি না ভাই আমার মতো  ।        
তোরা    ভোটটা পেতিস্ সবার থেকে
             তাচ্ছিল্লে আছিস্ যত  ।


স্ব--