আজ  উঠছে হাজার হাই,
আর  কিছুই করার নাই,
        আজ বসে বসে, নিজের গলির পথে-
   যেন আজ বাড়ছে হাজার জ্বালাই  ।
আরে  গোলক ধাঁধারে ভাই,
আজ  জীবন আঁধারে তাই,
       আমার পাঁজরেও জমেছে- নানান ক্ষতে,
   যেন আজ- কোথাও পালাই পালাই  ।
   যেন আজ বাড়ছে হাজার জ্বালাই ।।


আমি  ভাবছি যেখানটাতে-
রোজ  পালাই পালাই প্রাতে,
       সেখানেও- ধুক ধুকানি বাড়ে হাজার বেগে ,
   যেন আজ- মৃত্যু ওদের হাতে ।
জানি,   ওদের সাথে সাথে-
আমার  ব্যঘাত প্রতি ঘাতে
      তবুও গোলক ধাঁধায়- জীবন আছে লেগে ,
   যেন আজ জীবন চড়ুইভাতে  ।
   যেন আজ- মৃত্যু ওদের হাতে ।।


আজ  কোথায় গেল বালা ?
এসে- সাজা বরণ ডালা !
      তোরা বুঝতে যদি- পারলি আমার বলায়
যেন আজ গুঁথেই রাখিস্ মালা !
ওরে-   দিন বদলের পালা,
তবুও   হাজার হাজার জ্বালা
      তাই পরিয়ে দিতে- আসিস্ আমার গলায়,
হোক না সে বাসি ফুলের মালা !
যেন আজ- গুঁথেই রাখিস্ বালা ।।


স্ব--