চাইছে সবাই মনে মনে-
    জীবন থাকুক ব্যঞ্জনে,
চলার পথের প্রতি পদে
    ছুটছি যখন সন্ধানে ।
‘ছুটছি যখন সবাই মিলে
দূর আকাশের দূর দিলে’,
তখন কেন ভুলবো সবাই !
     ‘ব্যঞ্জনের এই বনবনে’
চলার পথের প্রতি পদে
    ছুটছি যখন সন্ধানে !


ছুটেই চলি-, ছুটছি যখন
   বাজাই আরো খঞ্জনা,
আসছে যদি আসুক আরো    
   চলার পথেই বঞ্ছনা।
বাঁচতে হলে- হলেও ‘নেক’
জানতে হবে আরো অনেক,
তবে কেন? সবাই মিলে-
  বলছো আর জানবো না ?
আসছে যদি আসুক আরো    
    চলার পথেই বঞ্ছনা !


জনম যখন নিলাম ভবে-,
    কেউবা হতাশ হবো না
ঠিক একদিন- পুরণ হবে
    দিচ্ছি আমি সান্ত্বনা।
ব্যঞ্জনে ঠিক ভরবে জীবন,
ভরবে জীবন এলেই শ্রাবন-,
তখন এ মন হয়তো সবার
    সয়বে না আর লাঞ্ছনা !
একদিন ঠিক পুরণ হবে
      দিচ্ছি আমি সান্ত্বনা।


তখন আমায় জানতে হবে-
      ভরলো জীবন কি দিয়ে ,
তখন আমায় বলতে হবে-
     খুশি এ মন কি পেয়ে ।
খুশি এ মন- হবে তখন
আমার কথা শুনবে যখন,
শুনবে যখন সবাই আমার
   আসল নকল সব প্রিয়ে ,
তখন আমায় বলতে হবে
    'খুশি এ মন কি পেয়ে' ।


স্ব--