রাস্-তাটা মেটে-,  আমি হেঁটে হেঁটে
    ঘরের সীমানা ছাড়িয়ে-
কত কিছু কেটে   দুখ ভরা পেটে
    দিলাম দু’হাত বাড়িয়ে  ।


সাথে দুটো পা    নিমেষেতে ধা-!
    কত না গেলই মাড়িয়ে,
যেই- পথ’টা     ফুরালো গোটা,
    নিমেষে গেলাম দাঁড়িয়ে ।


দেখি খাল-বিল    হাসে খিলখিল
   ভরেছে আলোর থোকায়,
তাই মন চিল    সেজে মেহেফিল
   অলিতে গলিতে লোকায়  ।


দেখি আরো কত-,  আকাশেতে যত
     জ্বলছে আলোর রূপে
ঠিক হতাহত     আমারই যে মতো
     দেখছে সেও চুপে  ।


আরো দূরে যাই  দেখি কতো ভাই
   আকাশ নীলের কোঠায়
ঠিক যেন ছাই  তবু দেখা নাই
    তবুও পুলিশে ছোটায়  ।


মনে সাধ জাগে   রাগে অনুরাগে
   যদি বা তারারা আসতো
তবে ঠিক আগে   গায়ে যাতে লাগে
   সে ভাবে ‘রাহাতে’ ভাসতো  ।


কিন্তু যে আমি    নই তত দামি
   সে কথা তারা’ও জানে
তাই দূর-গামী,   আজ ফের নামি
    ফেরার এই গানে গানে...।।