চারিধারে দেখি সাজিছে রাজা,
পায়েতে পা তুলিয়া-,
আমার মনেতে হয়তো তাহারা
সবই গেছে ভুলিয়া ।


ভুলিয়া গিয়াছে, হাসিতে হাসিতে-,
থাকিছে খুবই অন্ধে,
দুলে দুলে খুব ভাসিছে আর
নাচিছে মনের ছন্দে ।


খাইছে শুধু-, হাসিছে খুবই,
আপন মনেরই ঘরে ,
তবু গো আমি দেখিয়া সবই
থেকেছি নানান জ্বরে  ।


তাহারা শীতল দেখেনি কভু
দেখেনি তপ্ত উঠান,
তাহার বাতাস দেখেনি কভু,
দেখেছে ঝড়ের ছুটান  ।


তবুও তাহারা ঘুমিয়া থাকে,
সকাল হইতে সন্ধ্যে ,
ভাবিয়া পাইনা তাহারা কেমন-
জীবন ভরিছে গন্ধে !


যেমনি তোমার কষ্ট হইবে
বলেই শাসন করিছো,
তাহাদের ঠিক তেমনই কষ্ট,
এটাই না তুমি বুঝিছো !


বলিছি বলে ভাবিবে তুমি
বলিছে অনেক কথা ,
তবুও আমি বলিবো হাজার,
ভাঙ্গিলে ভাঙ্গুক প্রথা  ।


"আপন কর্ম- আপন করিও
ভরিও নিজের ঝুলি",
চক্ষু থাকিতে দেখিয়া নিও-
"করিছো কি ভুল গুলি" ।


তোমরা হয়তো যদি বা ভুলিছো
আবার শুনিয়া নিও,
পাছে যদি বলো জানিনা আমি,
"দোষটা আমায় দিও" !


স্ব--