তোমরা ভাবছো- আমি বোকা,
আমি পথের ধুলো,
তোমরা ভাবছো আমি খোকা,
আমিই খেতির মুলো ।
তোমরা ভাবছো আমিই নাকি
আবোল-তাবোল বলে-
পাগোল সেজেই দিই ফাঁকি
আমার ফলাফলে  ।
তোমরা ভাবছো কোত্থেকেতেই
এল রে বাব্-বা !
এখনো কি এই দেশেতেই-
আছেও এমনো ডাব্বা !
ভাবছো, তবে আরোই ভাবো,
আমি গাধা-ঘোড়া,
আমি ধূলোয় মিশেই যাবো-,
হবো পুড়েই পোড়া  ।
তবে কিছুই বলবো না আর,
হয়তো আমি তাই-,
চাই না তাই  করুক উদ্ধার
এসেই আমার ভাই ।
তবে একটু খারাপ লাগে-,
বলতে গেলে আমায়,
বলতে গেলে- চোখটা আগে
দুখ্-টা নিয়ে ঘামায় ।
তবুও জানি- মজাই নাও,
বুঝতে পারি সবই,
তবু না যতই আঘাতই দাও,
ভালোই-বাসি খুবই ।