হাতে আছে বীণা
তবু আমি কিনা
     থেকেছি চুপ,
তবু হবে জিনা
মন বলে না না
     জ্বলবে ধূপ !
তাই আমি চুপ, থেকেছি চুপ  ।।


ফাগুনের ধারা-,
আনবে বা কারা
   দেখি বিদ্রুপ-!
আমাতেই যারা
ছেয়ে আছে সারা,
   তাদের কি রূপ !
তাই আমি চুপ, থেকেছি চুপ  ।।


গ্রীষ্মের তাপে-
যত জমা পাপে
    হবে তো লুপ ?
মন তাই লাফে,
যদি হই মাফে-
   আমি নিশ্চুপ !
তাই আমি চুপ-, থেকেছি চুপ  ।।