সব রঙ এক সাথে গুলিয়েছি         শেষটায়,
গলা আজ- বেশ কিছু শুকিয়েছি,    তেষ্টায় ।
ভরা কাঁধ সব শেষে গড়িয়েছি        যে ভাবে,
নিজেকেই দাবানলে পুড়িয়েছি-,     সে ভাবে ।
তাই আজ নব রূপে সাজিয়েছি,     চেষ্টায় !
তবু আজ নানা রঙ লাগিয়েছি        ভেস্’টায়   ।।


তবে বলি-, চেষ্টায় বাঁচে আর        দেশটা?
বেঁচে আছে, তবু কাল, জামানার    ফেস্’টা ।
দিন আনা দিন খাওয়া না মেলার    সঙ্কট,
তার মানে, বেঁচে থাকা- ঝামেলার    হটপট ।
তবু আজ মন’টাতে ঋণতার-         রেস্’টা
থেকে থেকে দিন মাঝে দীনতার     চেষ্টা  ।।


মন বলে-, আমি নাকি পাগলেরই     এক রূপ,
ভয় পাই, যত দেখি, ছাগলেরই        বিদ্রুপ  ।
ভয় পায়, আর দেখে বাঁ গোলেরই     গোলটা,
না দেখেই আমি যদি আগলেরই        ওল’টা-  
খেয়ে ফেলে, দেখে থাকি ডাঁ গোলেরি   নিশ্চুপ !
তবে ফের বলবেই- মা কোলেরই       “বেবকুপ” !!