মাঝে মাঝে হয় মনে      এই শ্যামা’তেই
বসে থাকে এক কোণে     কেউ ঘামাতেই ।
তাই বুঝি রাগ-টাগ্        খুব আমাতেই,
পারি না, -সেই রাগ       আমি থামাতেই  ।
কত করে বুঝিয়েছি        এই মনটারে-,    
কত শত গুছিয়েছি ,       তবু বারে বারে-
রাগ করে ভাগ করে       থেকে মন ঘরে,
যত রাখি ধরে-টরে,       তবু সে মরে  ।
আমি বলি ; অত শত       ভেবে কি লাভ !
সারাদিন থেকে ব্রত       মন হবে সাফ্  ।
“সাফ্ থাকা মানে হল    সাদা হওয়া চাই”,
মন বলে, ‘যা বলো-     সব যাচ্ছা-তাই  ।
রাগ করি আমাতেই,     তোমাতেই নয়-,
পারি নাকি ঘামাতেই     করে অভিনয় !
তবে জানো আজকাল     ভাবি আমি খুব
কখনো বা হই লাল       কখনো বা চুপ ।
কে জানে এর মানে,     তবু আজকাল-
এক কথা আসে কানে    তুমি কালু লাল ।
চারিদিকে কলকলে-      যায় শুধু শোনা
সমাজেতে এই ছেলে      ভাগ পাবে না  ।
আমি তবু, মন বলে-      সব মেনেনি
কিন্তু যে মোম গলে       তারা জানেনি  ।
তবে তুমি তোমাতেই     সওবা কেমন ?
আমি হলে আমাতেই     সোজা বৃন্দাবন ।
আমি বলি; মন তুমি-    থেকে ভেতরে
জানবে বা কোন জমি    আছে ইতরে !
তাই বলি, আমিই আমি,   মন হলে তুমি,
আমাতেই নামি-দামি,    তোমাতেই কমি !
কোন জমি পুড়ে গিয়ে    হয়ে গেছে ছাই
মন তুমি সব দিয়ে        জানবে না ভাই  ।
ব্যথা লাগে ফট্ করে     এই বুকেতে,
কেউ যদি গলা ধরে       বলে সুখেতে-
"কালো, তুমি কালিমাতে,   হয়ে কালিকা
সারা জীবন ডালিমাতে    হলে বালিকা" !